Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ শমূয়েল 24:20 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

20 তখন অরৌণা দৃষ্টিপাত করিয়া দেখিতে পাইল, রাজা ও তাঁহার দাসগণ তাহার কাছে আসিতেছেন; তাহাতে অরৌণা বাহিরে আসিয়া রাজার সম্মুখে ভূমিতে উবুড় হইয়া প্রণিপাত করিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

20 তখন অরৌণা দৃষ্টিপাত করে দেখতে পেল, বাদশাহ্‌ ও তাঁর গোলামেরা তার কাছে আসছেন; তাতে অরৌণা বাইরে এসে বাদশাহ্‌র সম্মুখে ভূমিতে উবুড় হয়ে পরে সালাম করলো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

20 অরৌণা যখন চোখ তুলে চেয়ে দেখেছিলেন যে রাজামশাই ও তাঁর কর্মচারীরা তাঁর দিকে এগিয়ে আসছেন, তখন তিনি বাইরে গিয়ে মাটিতে উবুড় হয়ে রাজাকে প্রণাম করলেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

20 পারিষদদের নিয়ে রাজাকে আসতে দেখে অরৌণা রাজার সামনে এসে তাঁকে সাষ্টাঙ্গে প্রণাম করল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

20 তখন অরৌণা দৃষ্টিপাত করিয়া দেখিতে পাইল, রাজা ও তাঁহার দাসগণ তাঁহার কাছে আসিতেছেন; তাহাতে অরৌণা বাহিরে আসিয়া রাজার সম্মুখে ভূমিতে উবুড় হইয়া প্রণিপাত করিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

20 অরৌণা দেখল যে রাজা দায়ূদ এবং তাঁর আধিকারিকরা তার সঙ্গে দেখা করতে আসছে। অরৌণা বাইরে বেরিয়ে গিয়ে মাথা নত করে প্রণাম করল।

অধ্যায় দেখুন কপি




২ শমূয়েল 24:20
7 ক্রস রেফারেন্স  

তাহাতে তিনি প্রণিপাত করিয়া কহিলেন, আপনার এই দাস কে যে, আপনি আমার মত মৃত কুকুরের প্রতি দৃষ্টিপাত করিতেছেন?


তাহাতে সে উবুড় হইয়া ভূমিতে প্রণিপাত করিয়া তাঁহাকে কহিল, আমি বিদেশিনী, আপনি আমার তত্ত্ব লইতেছেন, আপনার দৃষ্টিতে এই অনুগ্রহ আমি কিসে পাইলাম?


আর চক্ষু তুলিয়া দৃষ্টিপাত করিলেন, আর দেখ, তিন জন পুরুষ সম্মুখে দণ্ডায়মান। দেখিবামাত্র তিনি তাম্বুদ্বার হইতে তাঁহাদের নিকট দৌড়াইয়া গিয়া ভূমিতে প্রণিপাত করিয়া কহিলেন,


অতএব দায়ূদ সদাপ্রভুর আজ্ঞামতে গাদের বাক্যানুসারে উঠিয়া গেলেন।


আর অরৌণা কহিল, আমার প্রভু মহারাজ আপন দাসের নিকটে কি জন্য আসিয়াছেন? দায়ূদ কহিলেন, লোকদের উপর হইতে মহামারী যেন নিবৃত্ত হয়, এই জন্য সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি নির্মাণ করিব বলিয়া আমি তোমার কাছ থেকে এই খামার ক্রয় করিতে আসিয়াছি।


পরে তৃতীয় দিবসে, দেখ, শৌলের শিবির হইতে একজন লোক আসিল, তাহার কাপড় ছেঁড়া ও মাথায় মাটি ছিল, দায়ূদের নিকটে আসিয়া সে ভূমিতে পড়িয়া প্রণিপাত করিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন