২ শমূয়েল 24:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 দায়ূদ গাদকে কহিলেন, আমি বড়ই বিপদগ্রস্ত হইলাম; আইসুন, আমরা সদাপ্রভুর হস্তে পড়ি, কেননা তাঁহার করুণা প্রচুর; কিন্তু আমি মনুষ্যের হস্তে পড়িতে চাহি না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 দাউদ গাদকে বললেন, আমি বড়ই বিপদগ্রস্ত হলাম; আসুন, আমরা মাবুদের হাতে পড়ি, কেননা তাঁর করুণা প্রচুর; কিন্তু আমি মানুষের হাতে পড়তে চাই না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 দাউদ গাদকে বললেন, “আমি খুব বিপদে পড়েছি। সদাপ্রভুর হাতেই পড়া যাক, কারণ তাঁর দয়া সুমহান; তবে আমরা যেন মানুষের হাতে না পড়ি।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 দাউদ গাদকে বললেন, আমি দারুণ বিপর্যস্ত হয়ে পড়েছি। কিন্তু মানুষের হাতে পড়ার চেয়ে স্বয়ং পরমেশ্বরের হাতে পড়া ভাল।কারণ তিনি মহা করুণাময়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 দায়ূদ গাদকে কহিলেন, আমি বড়ই বিপদ্গ্রস্ত হইলাম; আইসুন, আমরা সদাপ্রভুর হস্তে পড়ি, কেননা তাঁহার করুণা প্রচুর; কিন্তু আমি মনুষ্যের হস্তে পড়িতে চাহি না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 দায়ূদ গাদকে বলল, “আমি সত্যিই খুব সমস্যায় পড়েছি। কিন্তু প্রভু সত্যি বড় ক্ষমাশীল। সুতরাং প্রভুই আমাদের শাস্তি দিন। আমার শাস্তি যেন লোকদের কাছ থেকে না আসে।” অধ্যায় দেখুন |