২ শমূয়েল 23:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 যে পুরুষ তাহাদিগকে স্পর্শ করিবেন, তিনি প্রেক ও বর্শাদণ্ডে পূর্ণ হইবেন; পরে তাহারা স্বস্থানে অগ্নিতে ভস্মীভূত হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 যে পুরুষ তাদের স্পর্শ করবেন, তিনি পেরেক ও বর্শাদণ্ডে পূর্ণ হবেন; পরে তারা স্বস্থানে আগুনে ভস্মীভূত হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 যে কেউ কাঁটা স্পর্শ করে সে লোহার এক যন্ত্র বা এক বর্শাফলক ব্যবহার করে; সেগুলি যেখানে পড়ে থাকে সেখানেই আগুনে ভস্মীভূত হয়।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 খালি হাতে তাদের ছোঁওয়া যায় না, লোহার কাঁটা কিম্বা বর্শার ডগা দিয়ে তাদের খুঁচিয়ে তোলা হয়, আগুণে তাদের পুড়িয়ে ফেলা হয় নিঃশেষে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 যে পুরুষ তাহাদিগকে স্পর্শ করিবেন, তিনি প্রেক ও বড়শাদণ্ডে পূর্ণ হইবেন; পরে তাহারা স্বস্থানে অগ্নিতে ভস্মীভূত হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 লোক যখন সেই কাঁটাগুলি স্পর্শ করে, তারা কাঠের বর্শার মত অথবা লোহার ডাণ্ডার মত নিজেদের আহত করে। হ্যাঁ, সেইসব লোক কাঁটার মত। তাদের আগুনে নিক্ষেপ করা হবে, তারা সম্পূর্ণরূপে ভস্মীভূত হবে।” অধ্যায় দেখুন |