Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ শমূয়েল 23:31 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

31 অর্বতীয় অবি-য়লবোন, বরহূমীয় অস্‌মাবৎ,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

31 অর্বতীয় অবি-অলবোন, বরহূমীয় অস্‌মাবৎ,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

31 অর্বতীয় অবি-য়লবোন, বাহরূমীয় অস্‌মাবৎ,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

31 অর্বতীয় অবি-যলবোন; বরহূমীয় অস্মাবৎ;

অধ্যায় দেখুন কপি




২ শমূয়েল 23:31
6 ক্রস রেফারেন্স  

তখন তাঁহার স্বামী তাঁহার পশ্চাতে পশ্চাতে রোদন করিতে করিতে বহুরীম পর্যন্ত তাঁহার সঙ্গে সঙ্গে চলিল। পরে অব্‌নের তাহাকে কহিলেন, যাও, ফিরিয়া যাও; তাহাতে সে ফিরিয়া গেল।


বৈৎ-অরাবা, সমারয়িম, বৈথেল,


পরে দায়ূদ রাজা বহুরীমে উপস্থিত হইলে দেখ, শৌলকুলের গোষ্ঠীভুক্ত গেরার পুত্র শিমিয়ি নামে এক ব্যক্তি তথা হইতে বাহির হইয়া আসিতে আসিতে শাপ দিল।


অহীয়েষর প্রধান, পরে যোয়াশ, ইঁহারা গিবিয়াতীয় শমায়ের পুত্র; আর অস্‌মাবতের পুত্র যিষীয়েল ও পেলট; এবং বরাখা ও অনাথোতীয় যেহূ;


অদীয়েলের পুত্র অস্‌মাবৎ রাজার কোষাধ্যক্ষ ছিলেন; এবং ক্ষেত্র, নগর, গ্রাম ও দুর্গ সকলে যে যে ভাণ্ডার ছিল, সেই সকলের অধ্যক্ষ উষিয়ের পুত্র যোনাথন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন