Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ শমূয়েল 23:28 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

28 অহোহীয় সল্‌মোন, নটোফাতীয় মহরয়,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

28 অহোহীয় সল্‌মোন, নটোফাতীয় মহরয়,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

28 অহোহীয় সল্‌মন, নটোফাতীয় মহরয়,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

28 অহোহীয় সল্‌মোন; নটোফাতীয় মহরয়;

অধ্যায় দেখুন কপি




২ শমূয়েল 23:28
7 ক্রস রেফারেন্স  

দশম মাসের জন্য দশম সেনাপতি সেরহীয় কুলজাত নটোফাতীয় মহরয়; তাঁহার দলে চব্বিশ সহস্র লোক ছিল।


পরে বাবিল-রাজ গদলিয়কে শাসনকর্তা করিয়াছেন, এই কথা শুনিয়া সেনাপতিগণ ও তাঁহাদের লোকেরা, অর্থাৎ নথনিয়ের পুত্র ইশ্মায়েল, কারেয়ের পুত্র যোহানন, নটোফাতীয় তন্‌হূমতের পুত্র সরায়, ও মাখাথীয়ের পুত্র যাসনিয় এবং তাঁহাদের লোকেরা মিস্পাতে গদলিয়ের নিকটে আসিলেন।


নটোফাতীয় মহরয়, নটোফাতীয় বানার পুত্র হেলদ,


তখন তাহারা মিস্পাতে গদলিয়ের কাছে আসিল; অর্থাৎ নথনিয়ের পুত্র ইশ্মায়েল এবং যোহানন ও যোনাথন নামে কারেহের দুই পুত্র, তন্‌হূমতের পুত্র সরায়, নটোফাতীয় এফয়ের পুত্রগণ ও মাখাথীয়ের পুত্র যাসনিয়, ইহারা আপন আপন লোকদের সহিত উপস্থিত হইল।


অবীশূয়, নামান, আহোহ,


নটোফার লোক ছাপান্ন জন।


বৈৎলেহমের ও নটোফার লোক একশত অষ্টাশি জন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন