২ শমূয়েল 23:23 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)23 তিনি ঐ ত্রিশ জন অপেক্ষা মর্যাদাসম্পন্ন, কিন্তু [প্রথম] নরত্রয়ের তুল্য ছিলেন না; দায়ূদ তাহাকে আপন রক্ষী সেনার অধ্যক্ষ করিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস23 তিনি ঐ ত্রিশ জনের চেয়ে মর্যাদা্পন্ন, কিন্তু প্রথম নরত্রয়ের মত ছিলেন না; দাউদ তাকে তাঁর রক্ষীসেনার নেতা করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ23 সেই ত্রিশজনের মধ্যে যে কোনো একজনের তুলনায় তাঁকেই বেশি সম্মান দেওয়া হত, কিন্তু তিনি সেই তিনজনের মধ্যে গণ্য হননি। আর দাউদ তাঁকে তাঁর দেহরক্ষীদের তত্ত্বাবধায়ক করে দিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23 কিন্তু এদের মধ্যে তিনি খুব নাম করলেও ঐ “বিখ্যাত তিনজনের” সমকক্ষ হতে পারেন নি। দাউদ তাঁকে তাঁর দেহরক্ষী দলের প্রধানের দায়িত্ব দিয়েছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)23 তিনি ঐ ত্রিশ জন অপেক্ষা মর্য্যাদাপন্ন, কিন্তু [প্রথম] নরত্রয়ের তুল্য ছিলেন না; দায়ূদ তাঁহাকে আপন রক্ষিসেনার অধ্যক্ষ করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল23 বনায় সেই ত্রিশ জন বীরের থেকেও বিখ্যাত ছিল, কিন্তু সে সেই তিন জন বীরপুরুষের একজন ছিল না। দায়ূদ বনায়কে তার দেহরক্ষীদের নেতা রূপে মনোনীত করেন। অধ্যায় দেখুন |