২ শমূয়েল 23:1 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)1 দায়ূদের শেষ বাক্য এই। যিশয়ের পুত্র দায়ূদ কহিতেছে, সেই উচ্চীকৃত পুরুষ কহিতেছে, যে যাকোবের ঈশ্বর কর্তৃক অভিষিক্ত, যে ইস্রায়েলের মধুর গায়ক, সে কহিতেছে, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 দাউদের শেষ বাণী এই: ইয়াসির পুত্র দাউদের দৈববাণী, আল্লাহ্ যাঁকে উঁচুতে তুলে ধরেছেন তাঁর দৈববাণী, যিনি ইয়াকুবের আল্লাহ্ কর্তৃক অভিষিক্ত, যিনি ইসরাইলের মধুর গায়ক তিনি বলছেন, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 এগুলিই হল দাউদের শেষ সময়ে বলা কথা: “যিশয়ের ছেলে দাউদের অনুপ্রাণিত উক্তি, পরাৎপর দ্বারা উন্নত ব্যক্তির এই উক্তি, যাকোবের ঈশ্বর যাঁকে অভিষিক্ত করেছেন, ইস্রায়েলের মধ্যে যিনি মধুর গায়ক: অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 ঈশ্বর যাঁকে মহান করেছিলেন, যাকোবের ঈশ্বর যাঁকে রাজারূপে অভিষিক্ত করেছিলেন, ইসরায়েলের জন্য যিনি সুমধুর গীতসংহিতা রচনা করেছিলেন, যেশির পুত্র সেই দাউদের শেষ কথা : অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 দায়ূদের শেষ বাক্য এই। যিশয়ের পুত্র দায়ূদ কহিতেছে, সেই উচ্চীকৃত পুরুষ কহিতেছে, যে যাকোবের ঈশ্বর কর্ত্তৃক অভিষিক্ত, যে ইস্রায়েলের মধুর গায়ক, সে কহিতেছে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 এইগুলি হল যিশয়ের পুত্র দায়ূদের শেষ বাক্য। “এই বার্তা এসেছে সেই লোকটির কাছ থেকে যাকে ঈশ্বর মহান করেছেন। যিনি যাকোবের ঈশ্বরের মনোনীত রাজা, ইস্রায়েলের সুমধুর গায়ক, এইগুলি তাঁর বাণী। অধ্যায় দেখুন |