২ শমূয়েল 22:45 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)45 বিজাতি-সন্তানেরা আমার কর্তৃত্ব স্বীকার করিবে, শ্রবণমাত্র তাহারা আমার আজ্ঞাকারী হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস45 বিজাতি-সন্তানেরা আমার কর্তৃত্ব স্বীকার করবে, শোনামাত্র তারা আমার হুকুম পালন করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ45 অইহুদিরা আমার সামনে মাথা নত হয়ে থাকে; যে মুহূর্তে তারা আমার আদেশ শোনে, তা পালন করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)45 বিদেশীরা আমার কাছে নতি স্বীকার করেছে, আমার কথা শোনামাত্রই তারা আমার আজ্ঞা পালন করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)45 বিজাতি-সন্তানেরা আমার কর্ত্তৃত্ব স্বীকার করিবে, শ্রবণমাত্র তাহারা আমার আজ্ঞাকারী হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল45 অন্য দেশের লোকরাও আমায় মান্য করেছে। যখন তারা আমার নির্দেশ শুনেছে, তৎক্ষনাৎ তারা তা পালন করেছে। সেই সব বিদেশীরা আমাকে ভয় করেছে। অধ্যায় দেখুন |