২ শমূয়েল 22:43 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)43 তখন আমি পৃথিবীর ধূলির ন্যায় তাহাদিগকে চূর্ণ করিলাম, পথের কর্দমের ন্যায় তাহাদিগকে দলিত করিলাম, এবং ছড়াইয়া ফেলিলাম। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস43 তখন আমি দুনিয়ার ধূলির মত তাদের চূর্ণ করলাম, পথের কাদার মত তাদের দলিত করলাম, এবং ছড়িয়ে ফেললাম। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ43 পৃথিবীর ধূলিকণার মতো মিহি করে আমি তাদের গুঁড়ো করেছি; পথের কাদা-মাটির মতো আমি তাদের পিষ্ট করে মাড়িয়েছি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)43 আমি তাদের গুঁড়িয়ে ধুলো করে দিলাম, পথের কাদার মত পায়ে দলে ছুঁড়ে ফেললাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)43 তখন আমি পৃথিবীর ধূলির ন্যায় তাহাদিগকে চূর্ণ করিলাম, পথের কর্দ্দমের ন্যায় তাহাদিগকে দলিত করিলাম, এবং ছড়াইয়া ফেলিলাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল43 আমি শত্রুদের ছিন্ন ভিন্ন করে তাদের ধূলোয় পরিণত করেছি। তাদের আমি চূর্ণবিচূর্ণ করেছি। রাস্তার কাদার মত আমি তাদের মাড়িয়ে গিয়েছি। অধ্যায় দেখুন |