২ শমূয়েল 22:41 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)41 তুমি আমার শত্রুগণকে আমা হইতে ফিরাইয়া দিয়াছ; আমি আপন বিদ্বেষীদিগকে সংহার করিয়াছি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস41 তুমি আমার দুশমনদের আমা থেকে ফিরিয়ে দিয়েছ; আমি আমার বিদ্বেষীদের সংহার করেছি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ41 আমার শত্রুদের তুমি পিছু ফিরে পালাতে বাধ্য করেছ, আর আমি আমার প্রতিপক্ষদের ধ্বংস করেছি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)41 আমার শত্রুদের তুমি পলায়নে বাধ্য করেছ, আমার বিদ্বেষীদের আমি করেছি নিধন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)41 তুমি আমার শত্রুগণকে আমা হইতে ফিরাইয়া দিয়াছ; আমি আপন বিদ্বেষীদিগকে সংহার করিয়াছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল41 আমার শত্রুর গলা কেটে তাদের লুটিয়ে ফেলার সুযোগ আপনিই আমাকে দিয়েছেন। অধ্যায় দেখুন |