২ শমূয়েল 22:39 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)39 আমি তাহাদিগকে সংহার করিয়া চূর্ণ করিয়াছি, তাই তাহারা উঠিতে পারে না, তাহারা আমার পদতলে পতিত হইয়াছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস39 আমি তাদের সংহার করে চূর্ণ করেছি, তাই তারা উঠতে পারে না, তারা আমার পায়ের তলায় পড়েছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ39 আমি তাদের পুরোপুরি চূর্ণবিচূর্ণ করেছি, যেন তারা আর উঠে দাঁড়াতে না পারে; তারা আমার পায়ের তলায় পতিত হয়েছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)39 আমি তাদের ধ্বংস করেছি, সংহার করেছি সমূলে। যাতে তারা আর মাথা তুলে দাঁড়াতে না পারে, তারা পরাজিত, শায়িত আমার পদতলে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)39 আমি তাহাদিগকে সংহার করিয়া চূর্ণ করিয়াছি, তাই তাহারা উঠিতে পারে না, তাহারা আমার পদতলে পতিত হইয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল39 আমি আমার শত্রুদের ধ্বংস করেছি আমি তাদের পরাজিত করেছি। তারা আর উঠে দাঁড়াবে না। হ্যাঁ, আমার শত্রুরা আমার পায়ের কাছে লুটিয়ে পড়েছে। অধ্যায় দেখুন |