২ শমূয়েল 22:25 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)25 তাই সদাপ্রভু আমাকে আমার ধার্মিকতা অনুসারে, তাঁহার সাক্ষাতে আমার শুচিতানুসারে ফল দিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 তাই মাবুদ আমাকে আমার ধার্মিকতা অনুসারে, তাঁর সাক্ষাতে আমার পবিত্রতা অনুযায়ী ফল দিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 যা ন্যায়পরায়ণ তা পালন করার জন্য সদাপ্রভু আমায় পুরস্কার দিয়েছেন, তাঁর দৃষ্টিতে আমার বিশুদ্ধতা দেখে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 তাই প্রভু পরমেশ্বর আমার ন্যায়নিষ্ঠার পুরস্কার দিলেন। কারণ তিনি জানেন আমার হাত অমলিন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 তাই সদাপ্রভু আমাকে আমার ধার্ম্মিকতা অনুসারে, তাঁহার সাক্ষাতে আমার শুচিতানুসারে ফল দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 এই জন্য প্রভু আমাকে আমার পুরস্কার দেবেন। কেন? কারণ যা সত্য আমি তাই করেছি। আমি কোন অন্যায় করি নি, তাই তিনি আমার মঙ্গল করবেন। অধ্যায় দেখুন |