Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ শমূয়েল 21:19 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

19 আবার পলেষ্টীয়দের সহিত গোবে যুদ্ধ হইল; আর যারে-ওরগীমের পুত্র বৈৎলেহমীয় ইল্‌হানন তাঁতের নরাজের ন্যায় বর্শাধারী গাতীয় গলিয়াৎকে বধ করিল, ইহার বর্শা তাঁতের নরাজের ন্যায় ছিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

19 আবার ফিলিস্তিনীদের সঙ্গে গোবে যুদ্ধ হল, আর যারে-ওরগীমের পুত্র বেথেলহেমীয় ইল্‌হানন তাঁতের নরাজের মত বর্শাধারী গাতীয় জালুতকে হত্যা করলো, এর বর্শা ছিল তাঁতের নরাজের মত।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

19 ফিলিস্তিনীদের সঙ্গে গোবে অন্য একটি যুদ্ধে বেথলেহেমীয় যায়ীরের ছেলে ইলহানন গাতীয় গলিয়াতের সেই ভাইকে হত্যা করল, যার বর্শার হাতলটি ছিল তাঁতির দণ্ডের মতো।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

19 গোবেতেই ফিলিস্তিনীদের সঙ্গে আর একটা যুদ্ধে বেথলেহেমের তাঁতি যায়ীরের পুত্র এলহানান গাতের গলিয়াৎকে হত্যা করল। গলিয়াৎ-এর বর্শার হাতলটা ছিল তাঁতের নরাজের মত মোটা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 আবার পলেষ্টীয়দের সহিত গোবে যুদ্ধ হইল; আর যারেওরগীমের পুত্র বৈৎলেহমীয় ইল্‌হানন তাঁতের নরাজের ন্যায় বড়শাধারী গাতীয় গলিয়াৎকে বধ করিল, ইহার বড়শা তাঁতের নরাজের ন্যায় ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 পরে পলেষ্টীয়দের বিরুদ্ধে গোব নামক স্থানে আর একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধ বৈৎ‌লেহমবাসী যারেওরগীমের পুত্র ইলহানন, গাতীয় গলিয়াতকে হত্যা করল। তার বর্শা তাঁতির তাঁতের দণ্ডের মতই বড় ছিল।

অধ্যায় দেখুন কপি




২ শমূয়েল 21:19
5 ক্রস রেফারেন্স  

আবার পলেষ্টীয়দের সহিত যুদ্ধ হইল, আর যায়ীরের পুত্র ইল্‌হানন গাতীয় গলিয়াতের ভ্রাতা লহমিকে বধ করিল, ইহার বর্শা তাঁতের নরাজের ন্যায় ছিল।


সৈন্যবর্গের বীর্যবান লোকদের নাম। যোয়াবের ভ্রাতা অসাহেল, বৈৎলেহমস্থ দোদোর পুত্র ইল্‌হানন,


পরে সদাপ্রভু শমূয়েলকে কহিলেন, তুমি কতকাল শৌলের জন্য শোক করিবে? আমি ত তাহাকে অগ্রাহ্য করিয়া ইস্রায়েলের রাজ্যচ্যুত করিয়াছি। তুমি তোমার শৃঙ্গ তৈলে পূর্ণ কর, যাও, আমি তোমাকে বৈৎলেহমীয় যিশয়ের নিকটে প্রেরণ করি, কেননা তাহার পুত্রগণের মধ্যে আমি আপনার জন্য এক রাজাকে দেখিয়া রাখিয়াছি।


যোয়াবের ভ্রাতা অসাহেল ঐ ত্রিশের মধ্যে একজন ছিলেন; বৈৎলেহমস্থ দোদয়ের পুত্র ইল্‌হানন,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন