২ শমূয়েল 20:24 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)24 আর অদোরাম [রাজার] কর্মাধীন দাসদের অধ্যক্ষ, এবং অহীলূদের পুত্র যিহোশাফট ইতিহাসকর্তা, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 আর অদোরাম (বাদশাহ্র) কর্মাধীন গোলামদের প্রধান এবং অহীলূদের পুত্র যিহোশাফট ইতিহাস লেখক, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 অদোনীরাম বেগার শ্রমিকদের দেখাশোনার দায়িত্বে ছিলেন; অহীলূদের ছেলে যিহোশাফট ছিলেন লিপিকার; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 আদোরাম ছিলেন বেগারখাটা শ্রমিকের প্রধান, অহিলুদের পুত্র যিহোশাফট ছিলেন ঐতিহাসিক, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 আর অদোরাম [রাজার] কর্ম্মাধীন দাসদের অধ্যক্ষ, এবং অহীলূদের পুত্র যিহোশাফট ইতিহাসকর্ত্তা, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 যাদের কঠোর পরিশ্রম করতে বাধ্য করা হয়েছিল, অদোরাম তাদের নেতৃত্বে ছিল। অহীলূদের পুত্র যিহোশাফট ছিল ঐতিহাসিক। অধ্যায় দেখুন |