Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ শমূয়েল 20:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

18 পরে স্ত্রীলাকটি এই কথা কহিল, সেইকালে লোকে বলিত, তাহারা আবেলে মন্ত্রণা জানিতে চাহিবেই চাহিবে, এইরূপে তাহারা কার্য সমাপন করিত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 পরে স্ত্রীলোকটি বললো, সেকালে লোকে বলতো, তারা আবেলে মন্ত্রণা জানতে চাইবেই চাইবে, এভাবে তারা কাজ সমাপন করতো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 সে বলে যাচ্ছিল, “বহুকাল আগে লোকে বলত, ‘আবেলে গিয়ে উত্তরটি জেনে এসো,’ এবং সেভাবেই মামলার নিষ্পত্তি হত।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

18 মহিলাটি বলল, বহুকাল আগে কথাটি প্রচলিত ছিল, ‘আবেল শহরে গিয়ে পরামর্শ নিয়ে এস’- এই কথা অনুযায়ী লোকে প্রয়োজনে তাই-ই করত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 পরে স্ত্রীলোকটী এই কথা কহিল, সেকালে লোকে বলিত, তাহারা আবেলে মন্ত্রণা জানিতে চাহিবেই চাহিবে, এইরূপে তাহারা কার্য্য সমাপন করিত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 তখন সেই স্ত্রীলোকটি বলল, “অতীতে লোকরা বলত ‘সাহায্যের জন্য আবেল যাও, তোমার যা দরকার তা পাবে।’

অধ্যায় দেখুন কপি




২ শমূয়েল 20:18
3 ক্রস রেফারেন্স  

পরে যোয়াব তাহার নিকটে গেলে সেই স্ত্রীলোকটি জিজ্ঞাসা করিল, আপনি কি যোয়াব? তিনি উত্তর করিলেন, আমি যোয়াব। সেই স্ত্রীলোকটি কহিল, আপনার দাসীর কথা শুনুন; তিনি উত্তর করিলেন, শুনিতেছি।


আমি ইস্রায়েলের শান্তিপ্রিয় ও বিশ্বস্ত লোকদের একজন, কিন্তু আপনি ইস্রায়েলের মাতৃস্থানীয় একটি নগর বিনষ্ট করিতে চেষ্টা করিতেছেন; আপনি কেন সদাপ্রভুর অধিকার গ্রাস করিবেন?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন