Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ শমূয়েল 20:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

17 পরে যোয়াব তাহার নিকটে গেলে সেই স্ত্রীলোকটি জিজ্ঞাসা করিল, আপনি কি যোয়াব? তিনি উত্তর করিলেন, আমি যোয়াব। সেই স্ত্রীলোকটি কহিল, আপনার দাসীর কথা শুনুন; তিনি উত্তর করিলেন, শুনিতেছি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

17 পরে যোয়াব তার কাছে গেলে সে স্ত্রীলোকটি জিজ্ঞাসা করলো, আপনি কি যোয়াব? তিনি উত্তর করলেন, আমি যোয়াব। সেই স্ত্রীলোকটি বললো, আপনার বাঁদীর কথা শুনুন; জবাবে তিনি বললেন, শুনছি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

17 তিনি মহিলাটির দিকে এগিয়ে গেলেন, ও সে জিজ্ঞাসা করল, “আপনিই কি যোয়াব?” “হ্যাঁ, আমিই,” তিনি উত্তর দিলেন। মহিলাটি বলল, “আপনার দাসীর যা বলার আছে, তা একটু শুনুন।” “আমি শুনছি,” তিনি বললেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

17 যোয়াব সেখানে গেলে সে তাকে জিজ্ঞাসা করল, আপনি যোয়াব? তিনি বললেন, হ্যাঁ। মহিলাটি তাঁকে বল দয়া করে আমার কথা শুনুন। যোয়াব বললেন, বলুন, আমি শুনছি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 পরে যোয়াব তাহার নিকটে গেলে সে স্ত্রীলোকটী জিজ্ঞাসা করিল, আপনি কি যোয়াব? তিনি উত্তর করিলেন, আমি যোয়াব। সে স্ত্রীলোকটী কহিল, আপনার দাসীর কথা শুনুন; তিনি উত্তর করিলেন, শুনিতেছি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 যোয়াব সেই স্ত্রীলোকটির সঙ্গে কথা বলতে গেল। স্ত্রীলোকটি তাকে জিজ্ঞাসা করল, “তুমিই কি যোয়াব?” যোয়াব বলল, “হ্যাঁ, আমিই যোয়াব।” স্ত্রীলোকটি বলল, “আমার কথা শোন।” যোয়াব বলল, “আমি শুনছি।”

অধ্যায় দেখুন কপি




২ শমূয়েল 20:17
4 ক্রস রেফারেন্স  

তখন সেই স্ত্রী কহিল, নিবেদন করি, আপনার দাসীকে আমার প্রভু মহারাজের কাছে একটি কথা বলিতে দিউন। রাজা কহিলেন, বল।


আর তাঁহার চরণে পড়িয়া কহিলেন, হে আমার প্রভু, আমার উপরে, আমারই উপরে এই অপরাধ বর্তুক। বিনয় করি, আপনার দাসীকে আপনার কর্ণগোচরে কথা কহিবার অনুমতি দিউন; আর আপনি আপনার দাসীর কথা শ্রবণ করুন।


পরে নগরের মধ্য হইতে একজন বুদ্ধিমতী স্ত্রীলোক উচ্চৈঃস্বরে কহিল, শুন শুন, অনুগ্রহ করিয়া যোয়াবকে এই স্থান পর্যন্ত আসিতে বল, আমি তাঁহার সহিত কথা কহিব।


পরে স্ত্রীলাকটি এই কথা কহিল, সেইকালে লোকে বলিত, তাহারা আবেলে মন্ত্রণা জানিতে চাহিবেই চাহিবে, এইরূপে তাহারা কার্য সমাপন করিত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন