২ শমূয়েল 2:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)15 অতএব লোকেরা সংখ্যানুসারে উঠিয়া অগ্রসর হইল; শৌলের পুত্র ঈশ্বোশতের ও বিন্যামীনের পক্ষে বারো জন, এবং দায়ূদের দাসগণের মধ্যে বারো জন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 যোয়াব বললেন, ওরা উঠুক। অতএব লোকেরা সংখ্যা অনুসারে উঠে অগ্রসর হল; তালুতের পুত্র ঈশ্-বোশতের ও বিন্ইয়ামীনের পক্ষে বারো জন এবং দাউদের গোলামদের মধ্যে বারো জন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 তারা উঠে দাঁড়িয়েছিল ও তাদের সংখ্যা গোনা হল—বিন্যামীন ও শৌলের ছেলে ঈশ্বোশতের পক্ষে বারোজন, এবং দাউদের পক্ষে বারোজন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 তখন ইসবোশেথ ও বিন্যামীন গোষ্ঠীর প্রতিনিধি হিসাবে বারোজন যুবক এবং দাউদের বারোজন দাস যুদ্ধ প্রতিযোগিতায় নেমে পড়ল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 অতএব লোকেরা সংখ্যানুসারে উঠিয়া অগ্রসর হইল; শৌলের পুত্র ঈশ্বোশতের ও বিন্যামীনের পক্ষে বারো জন, এবং দায়ুদের দাসগণের মধ্যে বারো জন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 তখন তরুণ যোদ্ধারা উঠে দাঁড়াল। দুই দেশই, লড়াইয়ের জন্য তাদের কত লোকজন আছে তা গুনে নিল। তারা বিন্যামীনের পরিবারগোষ্ঠী থেকে শৌলের পুত্র ঈশ্বোশতের পক্ষে লড়াইয়ের জন্য বারো জনকে বেছে নিলো। অন্যদিকে যোয়াবের দল দায়ূদের আধিকারিকদের মধ্যে থেকে বারো জনকে বেছে নিল। অধ্যায় দেখুন |