২ শমূয়েল 19:34 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)34 কিন্তু বর্সিল্লয় রাজাকে কহিলেন, আমার আয়ুর আর কত দিন আছে যে, আমি মহারাজের সহিত যিরূশালেমে উঠিয়া যাইব? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস34 কিন্তু বর্সিল্লয় বাদশাহ্কে বললেন, আমার আয়ুর আর কত দিন আছে যে, আমি বাদশাহ্র সঙ্গে জেরুশালেমে উঠে যাব? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ34 কিন্তু বর্সিল্লয় রাজাকে উত্তর দিলেন, “আর কয়বছরই বা আমি বাঁচব যে মহারাজের সঙ্গে আমি জেরুশালেমে গিয়ে থাকব? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)34 কিন্তু বর্সিল্লয় বললেন, কতদিন আর বাঁচব যে আমি মহারাজের সঙ্গে জেরুশালেমে যাব? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)34 কিন্তু বর্সিল্লয় রাজাকে কহিলেন, আমার আয়ুর আর কত দিন আছে যে, আমি মহারাজের সহিত যিরূশালেমে উঠিয়া যাইব? অদ্য আমার বয়স আশী বৎসর; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল34 কিন্তু বর্সিল্লয় রাজাকে বলল, “আপনি কি জানেন আমার বয়স কত? অধ্যায় দেখুন |