২ শমূয়েল 19:16 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)16 তখন দায়ূদ রাজার সঙ্গে দেখা করিতে বহুরীম-নিবাসী গেরার পুত্র বিন্যামীনীয় শিমিয়ি ত্বরা করিয়া যিহূদার লোকদের সহিত আসিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 তখন দাউদ বাদশাহ্র সঙ্গে দেখা করতে বহূরীম-নিবাসী গেরার পুত্র বিন্-ইয়ামীনীয় শিমিয়ি দ্রুত করে এহুদার লোকদের সঙ্গে এল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 বহুরীমের অধিবাসী গেরার ছেলে বিন্যামীনীয় শিমিয়ি রাজা দাউদের সঙ্গে দেখা করার জন্য তড়িঘড়ি যিহূদার লোকজনের সাথে মিলে সেখানে এসেছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 এদিকে বিন্যামীন গোষ্ঠীর গেরার পুত্র শিমিয়ি বহুরীম থেকে যিহুদা গোষ্ঠীর লোকদের সঙ্গে ছুটে এল রাজা দাউদের সঙ্গে দেখা করতে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 তখন দায়ূদ রাজার সঙ্গে দেখা করিতে বহুরীম-নিবাসী গেরার পুত্র বিন্যামীনীয় শিমিয়ি ত্বরা করিয়া যিহূদার লোকদের সহিত আসিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 গেরার পুত্র শিমিয়ি বিন্যামীনের পরিবারের একজন। সে বহুরীমে বাস করত। দায়ূদের সঙ্গে দেখা করার জন্য সে তাড়াতাড়ি এল। সে যিহূদার লোকদের সঙ্গে এল। অধ্যায় দেখুন |