২ শমূয়েল 17:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)22 তাহাতে দায়ূদ ও তাঁহার সঙ্গী সমস্ত লোক উঠিয়া যর্দন পার হইলেন; যর্দন পার হন নাই, তাহাদের এমন একজনও প্রভাতের আলো পর্যন্ত অবশিষ্ট থাকিল না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 তাতে দাউদ ও তাঁর সঙ্গী সমস্ত লোক জর্ডান পার হলেন; জর্ডান পার হন নি, তাদের এমন এক জনও প্রভাতের আলো পর্যন্ত অবশিষ্ট থাকলো না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 তাই দাউদ ও তাঁর সঙ্গে থাকা লোকজন বেরিয়ে পড়েছিলেন ও জর্ডন নদী পার হয়ে গেলেন। সকালের আলো ফোটা অবধি এমন একজনও অবশিষ্ট ছিল না, যে জর্ডন নদী পার হয়ে যায়নি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 দাউদ তখনই তাঁর সমস্ত দলবল নিয়ে ভোর হবার আগেই জর্ডন পেরিয়ে ওপারে চলে গেলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 তাহাতে দায়ূদ ও তাঁহার সঙ্গী সমস্ত লোক উঠিয়া যর্দ্দন পার হইলেন; যর্দ্দন পার হন নাই, তাহাদের এমন এক জনও প্রভাতের আলো পর্য্যন্ত অবশিষ্ট থাকিল না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 তখন দায়ূদ এবং তাঁর লোকরা যর্দন নদী পার হয়ে গেল। সূর্যোদয়ের আগেই দায়ূদের সব লোকরা যর্দন নদী পার হয়ে গেল। অধ্যায় দেখুন |