২ শমূয়েল 16:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 পরে রাজা ও তাঁহার সঙ্গীরা সকলে অয়েফীমে [শ্রান্তদের স্থানে] আসিলেন, আর তিনি সেই স্থানে বিশ্রাম করিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 পরে বাদশাহ্ ও তাঁর সঙ্গীরা সকলে অয়েফীমে (শ্রান্তদের স্থানে) আসলেন, আর তিনি সেই স্থানে বিশ্রাম করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 রাজামশাই ও তাঁর সঙ্গে থাকা সব লোকজন ক্লান্ত অবস্থায় তাদের গন্তব্যস্থলে পৌঁছেছিলেন। আর সেখানে তিনি নিজের ক্লান্তি দূর করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 রাজা তাঁর লোকজন নিয়ে ক্লান্ত শ্রান্ত হয়ে জর্ডনে গিয়ে পৌঁছালেন এবং সেখানে সবাই বিশ্রাম করে সতেজ হয়ে উঠলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 পরে রাজা ও তাঁহার সঙ্গীরা সকলে অয়েফীমে [শ্রান্তদের স্থানে] আসিলেন, আর তিনি সেই স্থানে বিশ্রাম করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 রাজা দায়ূদ এবং তাঁর সব লোকরা যর্দন নদীর কাছে এসে পৌঁছলেন। রাজা এবং তাঁর লোকরা খুব ক্লান্ত ছিলেন। তাঁরা সেখানে বিশ্রাম নিয়ে নিজেদের খানিকটা চাঙ্গা করে নিলেন। অধ্যায় দেখুন |