২ শমূয়েল 14:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)3 আর রাজার নিকটে গিয়া তাঁহাকে এই প্রকার কথা বল। আর কি বলিতে হইবে, যোয়াব তাহাকে শিখাইয়া দিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 তারপর বাদশাহ্র কাছে গিয়ে তাঁকে এই রকম কথা বল। আর কি বলতে হবে যোয়াব তাকে তা শিখিয়ে দিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 পরে রাজার কাছে গিয়ে তাঁকে এই কথাগুলি বোলো।” এই বলে যোয়াব তার মুখে কথা বসিয়ে দিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 তারপর রাজাকে গিয়ে এইভাবে বল-যোয়াব তাকে কি বলতে হবে শিখিয়ে দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 আর রাজার নিকটে গিয়া তাঁহাকে এই প্রকার কথা বল। আর কি বলিতে হইবে, যোয়াব তাহাকে শিখাইয়া দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 রাজার কাছে যাও এবং তাকে ঠিক এ কথাগুলোই বলবে যা আমি তোমায় শিখিয়ে দিচ্ছি।” তারপর যোয়াব, সেই জ্ঞানী মহিলাটিকে কি কি বলতে হবে তা বলে দিলেন। অধ্যায় দেখুন |