Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ শমূয়েল 12:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

2 ধনবানের অতি বিস্তর মেষাদি পাল ও গোপাল ছিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 ধনবানের অতি বিস্তর ভেড়ার পাল ও গরুর পাল ছিল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 ধনী লোকটির কাছে প্রচুর মেষ ও গবাদি পশু ছিল,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

2 ধনী লোকটির অনেক গরু-ভেড়া ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 ধনবানের অতি বিস্তর মেষাদি পাল ও গোপাল ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 ধনী লোকটির অনেক মেষ ও গবাদি পশু ছিল।

অধ্যায় দেখুন কপি




২ শমূয়েল 12:2
7 ক্রস রেফারেন্স  

তাঁহার সাত সহস্র মেষ, তিন সহস্র উষ্ট্র, পাঁচ শত জোড়া বলদ ও পাঁচ শত গর্দভী, এই পশুধন, এবং অনেক দাস-দাসী ছিল; বস্তুতঃ পূর্বদেশের লোকদের মধ্যে সেই ব্যক্তি সর্বাপেক্ষা মহান ছিলেন।


পরে রাজা প্রস্থান করিলেন; এবং তাঁহার সমস্ত পরিজন তাঁহার পশ্চাতে পশ্চাতে চলিল; আর রাজা বাটী রক্ষার্থে দশ জন উপপত্নীকে রাখিয়া গেলেন।


আর তোমার প্রভুর বাটী তোমাকে দিয়াছি, ও তোমার প্রভুর স্ত্রীগণকে তোমার বক্ষঃস্থলে দিয়াছি, এবং ইস্রায়েলের ও যিহূদার কুল তোমাকে দিয়াছি; আর তাহা যদি অল্প হইত, তবে তোমাকে আরও অমুক অমুক বস্তু দিতাম।


পরে সদাপ্রভু দায়ূদের নিকটে নাথনকে প্রেরণ করিলেন। আর তিনি তাঁহার নিকটে আসিয়া তাঁহাকে কহিলেন, এক নগরে দুই জন লোক ছিল; তাহাদের মধ্যে একজন ধনবান, আর একজন দরিদ্র।


কিন্তু সেই দরিদ্রের আর কিছুই ছিল না, কেবল একটি ক্ষুদ্র মেষবৎসা ছিল, সে তাহাকে কিনিয়া পুষিতেছিল; আর সেটি তাহার সঙ্গে ও তাহার সন্তানদের সঙ্গে থাকিয়া বাড়িয়া উঠিতেছিল; সে তাহারই খাদ্য খাইত, ও তাহারই পাত্রে পান করিত, আর তাহার বক্ষঃস্থলে শয়ন করিত, ও তাহার কন্যার মত ছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন