২ শমূয়েল 12:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 তখন দায়ূদ নাথনকে কহিলেন, আমি সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিয়াছি। নাথন দায়ূদকে কহিলেন, সদাপ্রভুও আপনার পাপ দূর করিলেন, আপনি মরিবেন না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 তখন দাউদ নাথনকে বললেন, আমি মাবুদের বিরুদ্ধে গুনাহ্ করেছি। নাথন দাউদকে বললেন, মাবুদের আপনার গুনাহ্ দূর করলেন, আপনি মারা পড়বেন না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 তখন দাউদ নাথনকে বললেন, “আমি সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছি।” নাথন উত্তর দিলেন, “সদাপ্রভুও আপনার পাপ ক্ষমা করলেন। আপনি আর মরবেন না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 দাউদ নাথানকে বললেন, আমি প্রভু পরমেশ্বরের কাছে পাপ করেছি। নাথান বললেন, প্রভু পরমেশ্বর আপনাকে পাপের দায় থেকে মুক্ত করছেন, আপনি মরবেন না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 তখন দায়ূদ নাথনকে কহিলেন, আমি সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিয়াছি। নাথন দায়ূদকে কহিলেন, সদাপ্রভুও আপনার পাপ দূর করিলেন, আপনি মরিবেন না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 তখন দায়ূদ নাথনকে বললেন, “আমি প্রভুর বিরুদ্ধে পাপ করেছি।” নাথন দায়ূদকে বললেন, “এই পাপের জন্যও প্রভু তোমায় ক্ষমা করে দেবেন। তুমি মরবে না। অধ্যায় দেখুন |