২ শমূয়েল 11:26 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)26 আর ঊরিয়ের স্ত্রী আপন স্বামী ঊরিয়ের মৃত্যু-সংবাদ পাইয়া স্বামীর জন্য শোক করিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 আর ঊরিয়ের স্ত্রী তাঁর স্বামী ঊরিয়ের মৃত্যু-সংবাদ পেয়ে স্বামীর জন্য শোক করতে লাগল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ26 ঊরিয়ের স্ত্রী যখন শুনেছিলেন যে তাঁর স্বামী মারা গিয়েছেন, তখন তিনি তাঁর জন্য শোকপ্রকাশ করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 উরিয়ের স্ত্রী তার স্বামী উরিয়ের মৃত্যুসংবাদ পেয়ে শোকে আচ্ছন্ন হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 আর ঊরিয়ের স্ত্রী আপন স্বামী ঊরিয়ের মৃত্যু-সংবাদ পাইয়া স্বামীর জন্য শোক করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26 বৎশেবা তাঁর স্বামীর মৃত্যুর খবর পেলেন এবং তাঁর জন্য কাঁদলেন। অধ্যায় দেখুন |