২ শমূয়েল 10:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 তখন হানূন দায়ূদের দাসগণকে ধরিয়া তাহাদের দাড়ির অর্ধেক ক্ষৌরি করাইয়া দিলেন, ও বস্ত্রের অর্ধেক অর্থাৎ নিতম্বদেশ পর্যন্ত কাটিয়া তাহাদিগকে বিদায় করিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 তখন হানূন দাউদের গোলামদের ধরে তাদের দাড়ির অর্ধেক ক্ষৌরি করিয়ে দিলেন ও পোশাকের অর্ধেক অর্থাৎ নিতম্বদেশ পর্যন্ত কেটে তাদের বিদায় করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 তাই হানূন দাউদের পাঠানো লোকজনকে ধরে, তাদের দাড়ির অর্ধেকটা করে কেটে দিয়ে, তাদের কাপড়চোপড়ও নিতম্বদেশ পর্যন্ত ছিঁড়ে দিয়ে তাদের ফেরত পাঠালেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 হানুন তখন দাউদের দূতদের ধরে তাদের এক গালের দাড়ি কামিয়ে, নিতম্ব পর্যন্ত পরণের কাপড় কেটে বিদায় করে দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 তখন হানূন দায়ূদের দাসগণকে ধরিয়া তাহাদের দাড়ির অর্দ্ধেক ক্ষৌরি করাইয়া দিলেন, ও বস্ত্রের অর্দ্ধেক অর্থাৎ নিতম্বদেশ পর্য্যন্ত কাটিয়া তাহাদিগকে বিদায় করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 তখন হানূন দায়ূদের লোকদের ধরে তাদের অর্ধেক দাড়ি কামিয়ে দিল এবং তাদের জামাকাপড় পাছা পর্যন্ত কেটে দিল। তারপর তাদের পাঠিয়ে দিল। অধ্যায় দেখুন |