২ রাজাবলি 9:37 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)37 এবং যিষ্রিয়েলের ভূমিতে ঈষেবলের শব সারের মত ক্ষেত্রে পতিত হইবে; তাহাতে কেহ বলিতে পারিবে না যে, ‘এই ঈষেবল’। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস37 এবং যিষ্রিয়েলের ভূমিতে ঈষেবলের লাশ সারের মত ক্ষেতে পড়ে থাকবে; তাতে কেউ বলতে পারবে না যে, ‘এই-ই ঈষেবল’। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ37 গোবরসারের মতো পড়ে থাকবে যে কেউ বলতেই পারবে না যে ‘এ হল ঈষেবল।’ ” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)37 আর তার দেহাবশেষ যিষ্রিয়েলের মাটিতে সারে পরিণত হবে, কেউ জানবে না তার পরিচয়! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)37 এবং যিষ্রিয়েলের ভূমিতে ঈষেবলের শব সারের মত ক্ষেত্রে পতিত হইবে; তাহাতে কেহ বলিতে পারিবে না যে, ‘এই ঈষেবল’। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল37 একতাল গোবরের মত ঈষেবলের দেহ যিষ্রিয়েলের পথে পড়ে থাকবে, লোকরা দেখে চিনতেও পারবে না।’” অধ্যায় দেখুন |