২ রাজাবলি 8:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)22 এইরূপে ইদোম অদ্য পর্যন্ত যিহূদার অধীনতা অস্বীকার করিয়া রহিয়াছে। আর ঐ সময়ে লিব্নাও অধীনতা অস্বীকার করিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 এভাবে ইদোম আজ পর্যন্ত এহুদার অধীনতা অস্বীকার করে রয়েছে। আর ঐ সময়ে লিব্নাও অধীনতা অস্বীকার করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 আজও পর্যন্ত ইদোম যিহূদার বিরুদ্ধে বিদ্রোহী হয়েই আছে। সেই একই সময়ে লিব্নাও বিদ্রোহ করে বসেছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 সেই থেকে ইদোম যিহুদীয়ার বিরুদ্ধে বিদ্রোহ করে চলেছে, নতি স্বীকার করেনি। লিব্নাও এই সময় বিদ্রোহ ঘোষণা করেছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 এইরূপে ইদোম অদ্য পর্য্যন্ত যিহূদার অধীনতা অস্বীকার করিয়া রহিয়াছে। আর ঐ সময়ে লিব্নাও অধীনতা অস্বীকার করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 অর্থাৎ ইদোমীয়রা যিহূদার শাসন থেকে ভেঙ্গে বেরিয়ে এলো এবং আজ পর্যন্ত তারা স্বাধীন আছে। একই সময় লিব্নাও যিহূদার শাসন থেকে বেরিয়ে এসেছিল। অধ্যায় দেখুন |