২ রাজাবলি 7:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 তখন তাঁহার দাসগণের মধ্যে একজন উত্তর করিল, তবে বিনয় করি, নগরে যাহা অবশিষ্ট আছে, কয়েক জন সেই অবশিষ্ট অশ্বদের মধ্যে পাঁচটি অশ্ব গ্রহণ করুক- দেখুন, তাহারা এবং নগরের অবশিষ্ট ইস্রায়েলের সমস্ত লোক, এই দুই সমান; দেখুন, তাহারা এবং নষ্টকল্প ইস্রায়েলের সমস্ত লোক, এই দুই সমান- আমরা একবার পাঠাইয়া দেখি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 তখন তাঁর গোলামদের মধ্যে এক জন জবাবে বললো, তবে আরজ করি, নগরে যা অবশিষ্ট আছে, কয়েক জন সেই অবশিষ্ট ঘোড়াগুলোর মধ্যে পাঁচটা ঘোড়া গ্রহণ করুক— দেখুন, তারা এবং নগরের অবশিষ্ট ইসরাইলের সমস্ত লোক, এই দুই সমান; দেখুন, তারা এবং ধ্বংস হয়ে যাওয়া ইসরাইলের সমস্ত লোক, এই দুই সমান— আমরা একবার পাঠিয়ে দেখি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 তাঁর কর্মকর্তাদের মধ্যে একজন উত্তর দিলেন, “নগরে যে কটি ঘোড়া অবশিষ্ট আছে, সেগুলির মধ্যে পাঁচটি ঘোড়া কয়েকজন লোকের হাতে তুলে দেওয়া যাক। তাদের দুরাবস্থা এখানকার বাদবাকি সব ইস্রায়েলীর মতোই হবে—হ্যাঁ, তারা শুধু এইসব ইস্রায়েলীর মতোই হবে, যাদের সর্বনাশ হয়েই গিয়েছে। তাই কী হয়েছে তা জানার জন্য তাদের পাঠিয়ে দেওয়া যাক।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 একজন রাজকর্মচারী বলল, লোকেরা তো নগরের মধ্যে শেষ হয়েই যাচ্ছে, তার চেয়ে বরং কিছু লোক বাকী যে কটা ঘোড়া আছে তার মধ্যে থেকে পাঁচটা ঘোড়া নিয়ে যাক, দেখে আসুক ব্যাপারটা কি? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 তখন তাঁহার দাসগণের মধ্যে এক জন উত্তর করিল, তবে বিনয় করি, নগরে যাহা অবশিষ্ট আছে, কয়েক জন সেই অবশিষ্ট অশ্বদের মধ্যে পাঁচটা অশ্ব গ্রহণ করুক—দেখুন, তাহারা এবং নগরের অবশিষ্ট ইস্রায়েলের সমস্ত লোক, এই দুই সমান; দেখুন তাহারা এবং নষ্টকল্প ইস্রায়েলের সমস্ত লোক, এই দুই সমান—আমরা একবার পাঠাইয়া দেখি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 রাজার একজন সেনাপতি বলল, “পাঁচটা ঘোড়া নিয়ে গিয়ে কয়েক জন ব্যাপারটা সরেজমিনে দেখেই আসুক না! ঐ পাঁচটা ঘোড়া তো আমাদের মতোই শেষ অবধি না খেয়ে মরবে। কিন্তু আসল কথাটা জানা দরকার।” অধ্যায় দেখুন |