২ রাজাবলি 6:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)21 আর ইস্রায়েলের রাজা তাহাদিগকে দেখিয়া ইলীশায়কে কহিলেন, হে পিতা, ইহাদের কি মারিব? ইলীশায় কহিলেন, মারিও না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 আর ইসরাইলের বাদশাহ্ তাদের দেখে আল-ইয়াসাকে বললেন, হে পিতা, এদেরকে কি হত্যা করবো? আল-ইয়াসা বললেন, না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 ইস্রায়েলের রাজা তাদের দেখতে পেয়ে ইলীশায়কে জিজ্ঞাসা করলেন, “হে আমার প্রভু, আমি কি এদের মেরে ফেলব? আমি কি এদের মেরে ফেলব?” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 ইসরায়েলরাজ সিরিয়ার সৈন্যদের দেখে ইলিশায়কে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, এদের আমি হত্যা করি? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 আর ইস্রায়েলের রাজা তাহাদিগকে দেখিয়া ইলীশায়কে কহিলেন, হে পিতা, মারিব? মারিব? ইলীশায় কহিলেন, মারিও না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 ইস্রায়েলের রাজা অরামীয় সেনাবাহিনীকে দেখার পর ইলীশায়কে জিজ্ঞেস করলেন, “হে আমার পিতা, আমি কি এদের হত্যা করব?” অধ্যায় দেখুন |