২ রাজাবলি 6:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 তখন তিনি কহিলেন, তোমরা গিয়া দেখ, সে কোথায়, আমি লোক পাঠাইয়া তাহাকে আনাইব। পরে কেহ তাঁহাকে এই সংবাদ দিল, দেখুন তিনি দোথনে আছেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 তখন তিনি বললেন, তোমরা গিয়ে দেখ সে কোথায়, আমি লোক পাঠিয়ে তাকে আনাবো। পরে কেউ তাঁকে এই সংবাদ দিল, দেখুন তিনি দোথনে আছেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 “যাও, গিয়ে খুঁজে বের করো, সে কোথায় আছে,” রাজা আদেশ দিলেন, “যেন আমি লোক পাঠিয়ে তাকে বন্দি করতে পারি।” খবর এসেছিল: “তিনি দোথনে আছেন।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 তোমরা খোঁজ নাও, সেই লোকটা কোথায় আছে। আমি তাকে বন্দী করব। তিনি যখন খবর পেলেন যে ইলিশায় দোথনে আছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 তখন তিনি কহিলেন, তোমরা গিয়া দেখ, সে কোথায়; আমি লোক পাঠাইয়া তাহাকে আনাইব। পরে কেহ তাঁহাকে এই সংবাদ দিল, দেখুন, তিনি দোথনে আছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 অরামের রাজা বললেন, “আমি লোক পাঠাচ্ছি। এই ইলীশায়কে খুঁজে বার করতেই হবে!” ভৃত্যরা রাজাকে খবর দিল, “ইলীশায় এখন দোথনে আছেন!” অধ্যায় দেখুন |