২ রাজাবলি 4:32 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)32 পরে ইলীশায় সেই গৃহে আসিলেন, আর দেখ, বালকটি মৃত, ও তাঁহার শয্যায় শায়িত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস32 পরে আল-ইয়াসা সেই বাড়িতে এসে দেখলেন, বালকটি মৃত ও তাঁর বিছানায় শায়িত। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ32 ইলীশায় যখন সেই বাড়িতে পৌঁছেছিলেন, ছেলেটি তাঁরই খাটে মরে পড়েছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)32 ইলিশায় সেখানে পৌঁছে একা গেলেন ঘরের মধ্যে। গিয়ে দেখলেন ছেলেটির মৃতদেহ বিছানার উপরে শোয়ানো আছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)32 পরে ইলীশায় সেই গৃহে আসিলেন, আর দেখ, বালকটী মৃত, ও তাঁহার শয্যায় শায়িত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল32 ইলীশায় বাড়ির ভেতর তাঁর ঘরে গিয়ে দেখলেন, মৃত শিশুটিকে তাঁরই বিছানায় শোওয়ানো আছে। অধ্যায় দেখুন |