২ রাজাবলি 4:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)18 বালকটি বড় হইলে পর সে একদিন ছেদকদের কাছে আপন পিতার নিকটে গেল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 বালকটি বড় হওয়ার পর সে এক দিন শস্য কর্তনকারীদের মাঝে তার পিতার কাছে গেল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 শিশুটি বড়ো হয়ে উঠেছিল, এবং একদিন তার বাবা যখন সেই লোকজনের সাথে ক্ষেতে গেলেন, যারা ফসল কাটতে এসেছিল, তখন সেও তাঁর কাছে গেল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 তারপর কয়েক বছর কেটে গেছে, ছেলেটি বড় হয়েছে।একদিন ফসল কাটার সময় সে ক্ষেতে তার বাবার কাছে গেল। তার বাবা তখন ক্ষেতে মজুরদের সঙ্গে ছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 বালকটী বড় হইলে পর সে এক দিন ছেদকদের কাছে আপন পিতার নিকটে গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 ছেলেটি বড় হবার পর একদিন মাঠে তার পিতার ও অন্যদের সঙ্গে শস্য কাটা দেখতে গেল। অধ্যায় দেখুন |