২ রাজাবলি 3:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 মোয়াব-রাজ মেশা মেষাধিকারী ছিলেন; তিনি ইস্রায়েল-রাজকে কর-রূপে এক লক্ষ মেষশাবকের এবং এক লক্ষ মেষের লোম দিতেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 মোয়াবের বাদশাহ্ মেশা প্রচুর ভেড়ার অধিকারী ছিলেন; তিনি ইসরাইলের বাদশাহ্কে কর হিসেবে এক লক্ষ ভেড়ার বাচ্চা এবং এক লক্ষ ভেড়ার লোম দিতেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 ইত্যবসরে মোয়াবের রাজা মেশা মেষের বংশবৃদ্ধি করে যাচ্ছিলেন, এবং কর-বাবদ ইস্রায়েলের রাজাকে তিনি এক লক্ষ মেষশাবক ও এক লক্ষ মদ্দা মেষের লোম দিতেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 মোয়াব দেশের রাজা মেশা অনেক মেষ পালের মালিক ছিলেন। তিনি প্রতি বছর কর হিসাবে ইসরায়েলরাজকে একলক্ষ মেষশাবক ও একলক্ষ মেষের লোম দিতেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 মোয়াব-রাজ মেশা মেষাধিকারী ছিলেন; তিনি ইস্রায়েল-রাজকে কররূপে এক লক্ষ মেষশাবকের এবং এক লক্ষ মেষের লোম দিতেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 মোয়াবের রাজা মেশা ছিলেন একজন মেষ বংশ বৃদ্ধিকারক। মেশা ইস্রায়েলের রাজাকে 100,000 মেষ ও 100,000 পুরুষ মেষের উল দিতেন। অধ্যায় দেখুন |