২ রাজাবলি 3:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)10 ইস্রায়েলের রাজা কহিলেন, হায় হায়! সদাপ্রভু মোয়াবের হস্তে সমর্পণ করিবার জন্য এই তিন রাজাকে এক সঙ্গে আহ্বান করিয়াছেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 ইসরাইলের বাদশাহ্ বললেন, হায়! হায়! মাবুদ মোয়াবের হাতে তুলে দেবার জন্য এই তিন বাদশাহ্কে এক সঙ্গে ডেকে এনেছেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 “হায় রে!” ইস্রায়েলের রাজা হঠাৎ জোরে চেঁচিয়ে উঠেছিলেন। “সদাপ্রভু মোয়াবের হাতে আমাদের সঁপে দেওয়ার জন্যই কি আমাদের—এই তিনজন রাজাকে ডেকে এনেছেন?” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 রাজা যোরাম হায় হায় করে উঠলেন, একি হল! আমাদের তিন রাজাকে পরমেশ্বর মোয়াব রাজের হাতে তুলে দিলেন! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 ইস্রায়েলের রাজা কহিলেন, হায় হায়! সদাপ্রভু মোয়াবের হস্তে সমর্পণ করিবার জন্য এই তিন রাজাকে এক সঙ্গে আহ্বান করিয়াছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 ইস্রায়েলের রাজা যিহোরাম বললেন, “আমার মনে হয়, মোয়াবীয়দের কাছে পরাজিত হবার জন্য প্রভু আমাদের তিন জন রাজাকে একত্রিত করেছেন!” অধ্যায় দেখুন |