২ রাজাবলি 25:30 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)30 তাঁহার দিনপাতের জন্য রাজার আজ্ঞাতে তাঁহাকে নিয়ত বৃত্তি দেওয়া যাইত, তাঁহার সমস্ত জীবন ব্যাপিয়া তাঁহাকে দিনের উপযুক্ত দ্রব্য প্রতিদিন দেওয়া যাইত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস30 তাঁর দিনপাতের জন্য বাদশাহ্র হুকুমে তাঁকে নিয়মিতভাবে বৃত্তি দেওয়া হত, তাঁর সমস্ত জীবন প্রতিদিন তাঁকে দিনের উপযুক্ত দ্রব্য দেওয়া হত। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ30 যতদিন যিহোয়াখীন বেঁচেছিলেন, রাজামশাই প্রত্যেকদিন নিয়মিতভাবে তাঁকে ভাতা দিয়ে গেলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)30 যতদিন তিনি বেঁচেছিলেন, ততদিন তাঁকে দৈনিক প্রয়োজনের জন্য বৃত্তি দেওয়া হত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)30 তাঁহার দিনপাতের জন্য রাজার আজ্ঞাতে তাঁহাকে নিয়ত বৃত্তি দেওয়া যাইত, তাঁহার সমস্ত জীবন ব্যাপিয়া তাঁহাকে দিনের উপযুক্ত দ্রব্য প্রতিদিন দেওয়া যাইত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল30 রাজা ইবিল-মরোদক যিহোয়াখীনকে এরপর থেকে পোষণ করছিলেন। অধ্যায় দেখুন |