২ রাজাবলি 25:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)15 আর অঙ্গারধানী ও বাটি সকল, স্বর্ণময় পাত্রের স্বর্ণ ও রৌপ্যময় পাত্রের রৌপ্য, রক্ষক-সেনাপতি লইয়া গেলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 আর ধূপদানি ও সমস্ত বাটি, সোনার পাত্রের সোনা ও রূপার পাত্রের রূপা, রক্ষক-সেনাপতি নিয়ে গেলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 রাজরক্ষীদলের সেনাপতি পাকা সোনা বা রুপো দিয়ে তৈরি সব ধুনুচি ও জল ছিটোনোর গামলাগুলিও নিয়ে গেলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 তারা সোনা ও রূপোর সমস্ত জিনিস এমন কি জ্বলন্ত কয়লা নেবার জন্য সোনার ছোট ছোট পাত্রগুলিও নিয়ে গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 আর অঙ্গারধানী ও বাটী সকল, স্বর্ণময় পাত্রের স্বর্ণ ও রৌপ্যময় পাত্রের রৌপ্য, রক্ষকসেনাপতি লইয়া গেলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 সোনা ও রূপোর সমস্ত জিনিসপত্রই নবূষরদন সঙ্গে করে নিয়ে যান। অধ্যায় দেখুন |