২ রাজাবলি 24:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)17 পরে বাবিলের রাজা যিহোয়াখীনের পিতৃব্য মত্তনিয়কে তাঁহার পদে রাজা করিলেন, ও তাঁহার নাম পরিবর্তন করিয়া সিদিকিয় রাখিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 পরে ব্যাবিলনের বাদশাহ্ যিহোয়াখীনের চাচা মত্তনিয়কে তাঁর পদে বাদশাহ্ করলেন ও তাঁর নাম পরিবর্তন করে সিদিকিয় রাখলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 ব্যাবিলনের রাজা যিহোয়াখীনের কাকা মত্তনিয়কে তাঁর স্থানে রাজা করলেন এবং তাঁর নাম পরিবর্তন করে তাঁকে সিদিকিয় নামে আখ্যাত করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 যিহোয়াখিনের কাকা মাত্তানিয়াহ্কে নেবুকাডনেজার যিহুদীয়ার রাজা করলেন এবং তাঁর নাম দিলেন সেদেকিয়াহ্। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 পরে বাবিলের রাজা যিহোয়াখীনের পিতৃব্য মত্তনিয়কে তাঁহার পদে রাজা করিলেন, ও তাঁহার নাম পরিবর্ত্তন করিয়া সিদিকিয় রাখিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 বাবিল-রাজ নবূখদ্নিৎসর, যিহোয়াখীনের কাকা মত্তনিয়ের নাম পাল্টে সিদিকিয় রেখে তাঁকে রাজা করেছিলেন। অধ্যায় দেখুন |