২ রাজাবলি 24:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 আর সদাপ্রভু যেমন বলিয়াছিলেন, তেমনি তিনি তথা হইতে সদাপ্রভুর গৃহের সমস্ত ধন ও রাজবাটীর সমস্ত ধন লইয়া গেলেন, এবং ইস্রায়েল-রাজ শলোমন সদাপ্রভুর মন্দিরে যে সকল স্বর্ণময় পাত্র নির্মাণ করিয়াছিলেন, সেই সকলও কাটিয়া ফেলিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 আর মাবুদ যেমন বলেছিলেন, তেমনি তিনি সেই স্থান থেকে মাবুদের গৃহের সমস্ত ধন ও রাজপ্রাসাদের সমস্ত ধন নিয়ে গেলেন এবং ইসরাইলের বাদশাহ্ সোলায়মান মাবুদের বায়তুল মোকাদ্দসে যেসব সোনার পাত্র তৈরি করেছিলেন সেগুলোও বিনষ্ট করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 সদাপ্রভুর ঘোষিত কথানুসারে নেবুখাদনেজার সদাপ্রভুর মন্দির ও রাজপ্রাসাদ থেকে সঞ্চিত ধনরত্ন তুলে নিয়ে গেলেন, এবং ইস্রায়েলের রাজা শলোমন সদাপ্রভুর মন্দিরের জন্য সোনার যেসব জিনিসপত্র তৈরি করলেন, সেগুলিও কেটে টুকরো টুকরো করে দিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 এবং প্রভুর মন্দির ও রাজপ্রাসাদের সমস্ত ধনরত্ন ব্যাবিলনে নিয়ে যান এবং প্রভু পরমেশ্বরের ভবিষ্যদ্বাণী অনুসারে প্রভুর মন্দিরে ব্যবহারের জন্য ইসরায়েলরাজ শলোমন যে সমস্ত সোনার জিনিস পত্র তৈরী করিয়েছিলেন, নেবুকাডনেজার সমস্ত ভেঙ্গে দেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 আর সদাপ্রভু যেমন বলিয়াছিলেন, তেমনি তিনি তথা হইতে সদাপ্রভুর গৃহের সমস্ত ধন ও রাজবাটীর সমস্ত ধন লইয়া গেলেন, এবং ইস্রায়েল রাজ শলোমন সদাপ্রভুর মন্দিরে যে সকল স্বর্ণময় পাত্র নির্ম্মাণ করিয়াছিলেন, সে সকলও কাটিয়া ফেলিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 নবূখদ্নিৎসর জেরুশালেমের প্রভুর মন্দির ও রাজপ্রাসাদ থেকে সমস্ত সম্পদ অপহরণ করে নিয়ে যান। রাজা শলোমন প্রভুর মন্দিরে যে সমস্ত সোনার থালা বসিয়েছিলেন, প্রভুর ভবিষ্যৎবাণী অনুযায়ীই নবূখদ্নিৎসর মন্দির থেকে সে সমস্ত থালা খুলে নিয়ে গিয়েছিলেন। অধ্যায় দেখুন |