২ রাজাবলি 23:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)22 বাস্তবিক ইস্রায়েলের বিচারকারী বিচারকর্তাদের সময় অবধি ইস্রায়েল-রাজগণের ও যিহূদা-রাজগণের সমস্ত সময়ের মধ্যে এইরূপ নিস্তারপর্ব পালন করা হয় নাই; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 বাস্তবিক ইসরাইলের বিচারকারী বিচারকর্তাদের সময় থেকে ইসরাইলের বাদশাহ্ ও এহুদা-বাদশাহ্দের আমলে এরকম ঈদুল ফেসাখ পালন করা হয় নি; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 যেসব বিচারকর্তা ইস্রায়েলকে পরিচালনা দিলেন, না তাদের আমলে, আর না ইস্রায়েল ও যিহূদার রাজাদের আমলে এ ধরনের নিস্তারপর্ব পালন করা হত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 বিচারপতিদের আমলে, এমন কি ইসরায়েল ও যিহুদীয়ার কোন রাজার আমলে কখনও এমনভাবে তারণোৎসব পালিত হয়নি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 বাস্তবিক ইস্রায়েলের বিচারকারী বিচারকর্ত্তাদের সময় অবধি ইস্রায়েল-রাজগণের ও যিহূদা-রাজগণের সমস্ত সময় মধ্যে এরূপ নিস্তার-পর্ব্ব পালন করা হয় নাই; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 ইস্রায়েলে বিচারকদের শাসনকালের পর আর কেউ এভাবে নিস্তারপর্ব উদ্যাপন করেনি। ইস্রায়েল বা যিহূদার আর কোন রাজাই আগে কখনও এত সমারোহের সঙ্গে নিস্তারপর্ব পালন করেন নি। অধ্যায় দেখুন |