২ রাজাবলি 23:12 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)12 আর যিহূদার রাজগণ আহসের উপরিস্থ কুঠরির ছাদে যে সকল যজ্ঞবেদি নির্মাণ করিয়াছিলেন, এবং মনঃশি সদাপ্রভুর গৃহের দুই প্রাঙ্গণে যে যে যজ্ঞবেদি করিয়াছিলেন, রাজা সেই সকল বেদি ভাঙ্গিয়া ফেলিলেন, তথা হইতে শীঘ্র চলিয়া গেলেন, এবং তাহাদের ধূলি কিদ্রোণ স্রোতে নিক্ষেপ করিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 আর এহুদার বাদশাহ্রা আহসের উপরিস্থ কুঠরীর ছাদে যেসব কোরবানগাহ্ তৈরি করেছিলেন এবং মানশা মাবুদের গৃহের দুই প্রাঙ্গণে যে যে কোরবানগাহ্ করেছিলেন, বাদশাহ্ সেসব কোরবানগাহ্ ভেঙ্গে ফেললেন, সেই স্থান থেকে শীঘ্র চলে গেলেন এবং তাদের ধূলি কিদ্রোণ স্রোতে নিক্ষেপ করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 আহসের রাজপ্রাসাদের ছাদে অবস্থিত ঘরের কাছে যিহূদার রাজারা যে যজ্ঞবেদিগুলি তৈরি করেছিলেন, এবং সদাপ্রভুর মন্দিরের দুটি প্রাঙ্গণে মনঃশি যে যজ্ঞবেদিগুলি তৈরি করেছিলেন, তিনি সেগুলিও ভেঙে নামিয়েছিলেন। তিনি সেখান থেকে সেগুলি দূর করে দিলেন, সেগুলি ভেঙে টুকরো টুকরো করে দিলেন এবং সেই ভাঙাচোরা ইটপাথর কিদ্রোণ উপত্যকায় ছুঁড়ে ফেলে দিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 রাজা আহসের প্রাসাদের ছাদের উপরে যিহুদীয়ার রাজারা যে সমস্ত বেদী তৈরী করিয়ে ছিলেন এবং রাজা মনঃশি মন্দিরের দুই প্রাঙ্গনে যে বেদীগুলি তৈরী করিয়েছিলেন, রাজা যোশিয় সে সমস্ত ভেঙ্গে চূরমার করে কিদ্রোণ উপত্যকায় ছুঁড়ে ফেলে দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 আর যিহূদার রাজগণ আহসের উপরিস্থ কুঠরীর ছাদে যে সকল যজ্ঞবেদি নির্ম্মাণ করিয়াছিলেন, এবং মনঃশি সদাপ্রভুর গৃহের দুই প্রাঙ্গণে যে যে যজ্ঞবেদি করিয়াছিলেন, রাজা সেই সকল বেদি ভাঙ্গিয়া ফেলিলেন, তথা হইতে শীঘ্র চলিয়া গেলেন, এবং তাহাদের ধূলি কিদ্রোণ স্রোতে নিক্ষেপ করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 আগেকার রাজারা আহসের বাড়ির ছাদে এবং মনঃশি প্রভুর মন্দিরের দুটো উঠোনেই মূর্ত্তিসমূহের পূজোর জন্য যে বেদীগুলো বানিয়েছিলেন, যোশিয় সেই সব বেদী টুকরো টুকরো করে ভেঙে, ভাঙা টুকরোগুলো কিদ্রোণ উপত্যকায় ফেলে দেন। অধ্যায় দেখুন |