২ রাজাবলি 20:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 পরে যিশাইয় ভাববাদী হিষ্কিয় রাজার নিকটে আসিয়া তাঁহাকে জিজ্ঞাসা করিলেন, ঐ লোকেরা কি কহিল? আর উহারা কোথা হইতে আপনার নিকটে আসিল? হিষ্কিয় কহিলেন, উহারা দূরদেশ হইতে, বাবিল হইতে আসিয়াছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 পরে নবী ইশাইয়া হিষ্কিয় বাদশাহ্র কাছে এসে তাঁকে জিজ্ঞাসা করলেন, ঐ লোকেরা কি বললো? আর ওরা কোথা থেকে আপনার কাছে এল? হিষ্কিয় বললেন, ওরা দূর দেশ থেকে, ব্যাবিলন থেকে এসেছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 তখন ভাববাদী যিশাইয় রাজা হিষ্কিয়ের কাছে গেলেন ও তাঁকে জিজ্ঞাসা করলেন, “ওই লোকেরা কী বলল এবং ওরা কোথা থেকে এসেছিল?” হিষ্কিয় উত্তর দিলেন, “বহু দূরের এক দেশ থেকে। ওরা ব্যাবিলন থেকে এসেছিল।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 তারপর নবী যিশাইয় রাজা হিষ্কিয়র কাছে এসে জিজ্ঞাসা করলেন, এরা কোথা থেকে এসেছে? তুমি ওদের কী বলেছ? হিষ্কিয় বললেন, ওরা বহু দূর দেশ ব্যাবিলন থেকে এসেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 পরে যিশায়াহ ভাববাদী হিষ্কিয় রাজার নিকটে আসিয়া তাঁহাকে জিজ্ঞাসা করিলেন, ঐ লোকেরা কি কহিল? আর উহারা কোথা হইতে আপনার নিকটে আসিল? হিষ্কিয় কহিলেন, উহারা দূরদেশ হইতে, বাবিল হইতে আসিয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 তখন ভাববাদী যিশাইয় হিষ্কিয়র কাছে এসে প্রশ্ন করলেন, “এরা কোত্থেকে এসেছে? কি বলছে?” হিষ্কিয় বললেন, “এরা বাবিল নামে বহু দূরের এক দেশ থেকে এসেছে।” অধ্যায় দেখুন |