২ রাজাবলি 19:1 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)1 তাহা শুনিয়া হিষ্কিয় রাজা আপন বস্ত্র ছিঁড়িয়া চট পরিধান করিয়া সদাপ্রভুর গৃহে গমন করিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 এসব শুনে বাদশাহ্ হিষ্কিয় তাঁর কাপড় ছিঁড়ে চট পরে মাবুদের গৃহে গমন করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 রাজা হিষ্কিয় একথা শুনে নিজের কাপড় ছিঁড়লেন। তিনি শোকের পোশাক পরে সদাপ্রভুর মন্দিরে গেলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 সমস্ত বৃত্তান্ত শুনে রাজা হিষ্কিয় শোকে দুঃখে নিজের পরণের পোশাক ছিঁড়ে ফেললেন এবং চট পরে প্রভু পরমেশ্বরের মন্দিরে গেলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 তাহা শুনিয়া হিষ্কিয় রাজা আপন বস্ত্র ছিঁড়িয়া চট পরিধান করিয়া সদাপ্রভুর গৃহে গমন করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 সমস্ত কথা শুনে রাজা হিষ্কিয়ও শোকার্ত হয়ে ভাল পোশাক ছিঁড়ে চটের পোশাক পরে প্রভুর মন্দিরে গেলেন। অধ্যায় দেখুন |