২ রাজাবলি 18:36 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)36 কিন্তু লোকেরা নীরব হইয়া থাকিল, তাঁহার এক কথারও উত্তর করিল না, কারণ রাজার এই আজ্ঞা ছিল যে, তাহাকে উত্তর দিও না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস36 কিন্তু লোকেরা নীরব হয়ে থাকলো, তাঁর একটা কথারও জবাবে কিছু বললো না, কারণ বাদশাহ্র এই হুকুম ছিল যে, তাকে কোন জবাব দিও না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ36 লোকেরা কিন্তু নীরব রইল। প্রত্যুত্তরে তারা কিছুই বলল না, কারণ রাজা আদেশ দিয়েছিলেন, “ওর কথার কোনো উত্তর দিয়ো না।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)36 রাজা হিষ্কিয়ের পূর্ব নির্দেশ অনুযায়ী লোকেরা চুপ করে রইল। একটা কথাও বলল না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)36 কিন্তু লোকেরা নীরব হইয়া থাকিল, তাঁহার এক কথারও উত্তর করিল না, কারণ রাজার এই আজ্ঞা ছিল যে, তাহাকে উত্তর দিও না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল36 কিন্তু একথা শুনেও লোকরা নিশ্চুপ হয়ে থাকল। তারা একটা কথাও উচ্চারণ করল না কারণ মহারাজ হিষ্কিয় তাদের বলে দিয়েছিলেন, “ওর সঙ্গে তোমরা কোন কথা বলো না।” অধ্যায় দেখুন |