২ রাজাবলি 18:28 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)28 পরে রব্শাকি দাঁড়াইয়া উচ্চৈঃস্বরে যিহূদী ভাষায় বলিতে লাগিলেন, তোমরা রাজাধিরাজ অশূর-রাজের কথা শুন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 পরে রব্শাকি দাঁড়িয়ে উচ্চৈঃস্বরে ইহুদী ভাষায় বলতে লাগলেন, তোমরা বাদশাহ্দের বাদশাহ্ আসেরিয়ার বাদশাহ্র কথা শোন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ28 তারপরে সেই সৈন্যাধ্যক্ষ দাঁড়িয়ে জোরে জোরে হিব্রু ভাষায় বলতে লাগলেন, “তোমরা মহান রাজাধিরাজ, আসিরীয় রাজার কথা শোনো! অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 তারপর সেই সেনাপতি উঠে দাঁড়িয়ে চিৎকার করে হিব্রু ভাষায় বলতে লাগলেন, আসিরিয়ার মহান সম্রাট তোমাদের কি বলেছেন, শোন! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 পরে রব্শাকি দাঁড়াইয়া উচ্চৈঃস্বরে যিহূদী ভাষায় বলিতে লাগিলেন, তোমরা রাজাধিরাজ অশূর-রাজের কথা শুন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 তারপর এই সেনাপতি উঁচু গলায় ইহুদীদের ভাষায় বললেন: “মহামান্য অশূররাজের বলে পাঠানো এই কথাগুলো মন দিয়ে শোন! অধ্যায় দেখুন |