২ রাজাবলি 17:38 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)38 আর আমি তোমাদের সহিত যে নিয়ম করিয়াছি, তাহা ভুলিয়া যাইবে না, এবং অন্য দেবগণকে ভয় করিবে না; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস38 আর আমি তোমাদের সঙ্গে যে নিয়ম করেছি, তা ভুলে যাবে না এবং অন্য দেবতাদের এবাদত করবে না; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ38 আমি তোমাদের সাথে যে পবিত্র নিয়ম স্থাপন করেছি, তা তোমরা ভুলো না, এবং অন্যান্য দেবদেবীর আরাধনা কোরো না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)38 তোমাদের সঙ্গে আমার যে চুক্তি হয়েছে তার কথা কখনও ভুলবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)38 আর আমি তোমাদের সহিত যে নিয়ম করিয়াছি, তাহা ভুলিয়া যাইবে না, এবং অন্য দেবগণকে ভয় করিবে না; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল38 তোমরা কখনো আমার সঙ্গে তোমাদের চুক্তির কথা ভুলে যেও না। অন্য কোন দেবদেবীর আনুগত্য স্বীকার করো না। অধ্যায় দেখুন |