২ রাজাবলি 17:31 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)31 আর অব্বীয়েরা নিভস ও তর্তক নির্মাণ করিল, ও সফর্বীয়েরা সফর্বয়িমের দেবতা অদ্রম্মেলক ও অনম্মেলকের উদ্দেশে আপন আপন সন্তানগণকে আগুনে পোড়াইত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস31 আর অব্বীয়েরা নিভস ও তর্তক নির্মাণ করলো ও সফর্বীয়েরা সফর্বয়িমের দেবতা অদ্রম্মেলক ও অনম্মেলকের উদ্দেশে যার যার সন্তানদের আগুনে পোড়াত। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ31 অব্বীয়রা নিভস ও তর্ত্তক তৈরি করল, এবং সফর্বীয়রা তাদের ছেলেমেয়েদের বলিরূপে সফর্বয়িমের দেবতা অদ্রম্মেলক ও অনম্মেলকের কাছে আগুনে পোড়াতো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)31 ইবহার লোকেরা নিভাস ও টারটাকের মূর্তি গড়ল। সফারভায়িমের লোকেরা তাদের দেবতা আদ্রাম্মেলেক ও অনাম্মেলেকের কাছে তাদের শিশু সন্তানদের হোমবিলরূপে উৎসর্গ করত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)31 আর অব্বীয়েরা নিভস ও তর্ত্তক নির্ম্মাণ করিল, ও সফর্বীয়েরা সফর্বয়িমের দেবতা অদ্রম্মেলক ও অনম্মেলকের উদ্দেশে আপন আপন সন্তানগকে আগুনে পোড়াইত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল31 অব্বীয়েরা স্থাপন করলো নিভস ও তর্ত্তকের মূর্ত্তি আর সফর্বীয়েরা তাদের দেবতা অদ্রম্মেলক ও অনম্মেলকের উদ্দেশ্যে নিজেদের ছেলেমেয়েদের আগুনে বলি দিতে লাগল। অধ্যায় দেখুন |