২ রাজাবলি 17:30 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)30 এইরূপে বাবিলের লোকেরা সুক্কোৎ-বনোৎ নির্মাণ করিল, ও কূথের লোকেরা নের্গল নির্মাণ করিল, এবং হমাতের লোকেরা অশীমা নির্মাণ করিল, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস30 এভাবে ব্যাবিলনের লোকেরা সুক্কোৎ-বনোৎ নির্মাণ করলো ও কূথের লোকেরা নের্গল নির্মাণ করলো এবং হমাতের লোকেরা অশীমা নির্মাণ করলো, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ30 ব্যাবিলন থেকে আসা লোকেরা সুক্কোৎ-বনোৎ তৈরি করল, কূথা থেকে আসা লোকেরা নের্গল, এবং হমাৎ থেকে আসা লোকেরা অশীমা; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)30 ব্যাবিলনের লোকেরা গড়ল সুক্কোত-বেনোৎ-এর মূর্তি। কুথের লোকেরা গড়ল নেরগাল দেবতার মূর্তি। হামাথ-এর লোকেরা আশিমার মূর্তি গড়ল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)30 এইরূপে বাবিলের লোকেরা সুক্কোৎ-বনোৎ নির্ম্মাণ করিল, ও কূথের লোকেরা নের্গল নির্ম্মাণ করিল, এবং হমাতের লোকেরা অশীমা নির্ম্মাণ করিল, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল30 বাবিলের লোকরা এইভাবে তাদের মূর্ত্তি সুক্কোৎ-বনোত্কে স্থাপন করল; কূথের লোকরা নের্গলের মূর্ত্তি বানালো; হমাতের লোকরা অশীমার মূর্ত্তি বানালো; অধ্যায় দেখুন |