২ রাজাবলি 17:26 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)26 অতএব লোকেরা অশূরের রাজাকে কহিল, আপনি যে জাতিদিগকে নির্বাসিত করিয়া শমরিয়ার সকল নগরে বসাইয়া দিয়াছেন, তাহারা এই দেশীয় ঈশ্বরের বিধান জানে না; এই জন্য তিনি তাহাদের মধ্যে সিংহ পাঠাইয়াছেন, এবং দেখুন, সিংহেরা তাহাদিগকে মারিয়া ফেলিতেছে, কেননা তাহারা এই দেশীয় ঈশ্বরের বিধান জানে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 অতএব লোকেরা আসেরিয়ার বাদশাহ্কে বললো, আপনি যে জাতিদেরকে নির্বাসিত করে সামেরিয়ায় সকল নগরে বসিয়ে দিয়েছেন, তারা সেই দেশের আল্লাহ্র বিধান জানে না; এজন্য তিনি তাদের মধ্যে সিংহ পাঠিয়েছেন এবং দেখুন, সিংহেরা তাদেরকে মেরে ফেলছে, কেননা তারা সেই দেশের আল্লাহ্র বিধান জানে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ26 আসিরিয়ার রাজাকে সেই খবর দেওয়া হল: “যে লোকজনকে আপনি শমরিয়ায় পাঠিয়ে সেখানে তাদের পুনর্বাসন দিয়েছেন, তারা জানে না, সেই দেশের দেবতা ঠিক কী চান। তিনি তাদের মধ্যে কয়েকটি সিংহ পাঠিয়েছেন, যারা লোকজনকে মেরে ফেলছে, কারণ লোকেরা তো জানেই না, তিনি ঠিক কী চান।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 আসিরিয়ার সম্রাটের কাছে সংবাদ গেল যে তিনি যে সমস্ত লোককে শমরিয়ার বসতি করিয়েছেন, তারা সেই দেশের অধীশ্বর দেবতার বিধি-বিধান জানে না। তাই সেই দেবতা তাদের বসতিতে সিংহ পাঠিয়েছেন। সিংহেরা তাদের মেরে ফেলছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 অতএব লোকেরা অশূরের রাজাকে কহিল, আপনি যে জাতিদিগকে নির্ব্বাসিত করিয়া শমরিয়ার সকল নগরে বসাইয়া দিয়াছেন, তাহারা এদেশীয় ঈশ্বরের বিধান জানে না; এই জন্য তিনি তাহাদের মধ্যে সিংহ পাঠাইয়াছেন, এবং দেখুন, সিংহেরা তাহাদিগকে মারিয়া ফেলিতেছে, কেননা তাহারা এদেশীয় ঈশ্বরের বিধান জানে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26 কিছু লোক তখন অশূররাজকে বলল, “আপনি যে সমস্ত লোকদের শমরিয়ার শহরগুলোতে বসিয়ে দিয়েছিলেন তারা ওখানকার দেবতার নীতি-নির্দেশগুলো জানত না। সে কারণেই সেখানকার দেবতা এই সমস্ত অজ্ঞ লোকদের হত্যা করার জন্য সিংহ পাঠিয়ে দিয়েছিলেন।” অধ্যায় দেখুন |