২ রাজাবলি 15:37 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)37 ঐ সময়ে সদাপ্রভু অরাম-রাজ রৎসীনকে ও রমলিয়ের পুত্র পেকহকে যিহূদার বিরুদ্ধে পাঠাইতে আরম্ভ করিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস37 ঐ সময়ে মাবুদ অরামের বাদশাহ্ রৎসীন ও রমলিয়ের পুত্র পেকহকে এহুদার বিরুদ্ধে পাঠাতে আরম্ভ করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ37 (সেই দিনগুলিতেই সদাপ্রভু অরামের রাজা রৎসীন ও রমলিয়ের ছেলে পেকহকে যিহূদার বিরুদ্ধে পাঠাতে শুরু করলেন।) অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)37 তাঁর রাজত্বকালেই প্রভু পরমেশ্বর সর্বপ্রথম সিরিয়ার রাজা রেৎসিন ও ইসরায়েলরাজ পেকাহ্কে যিহুদীয়ার বিরুদ্ধে অভিযানে পাঠান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)37 ঐ সময়ে সদাপ্রভু অরাম-রাজ রৎসীনকে ও রমলিয়ের পুত্র পেকহকে যিহূদার বিরুদ্ধে পাঠাইতে আরম্ভ করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল37 তাঁর রাজত্বকালে, অরামের রাজা রৎসীনকে এবং রমলিয়র পুত্র পেকহকে প্রভু যিহূদার বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠিয়েছিলেন। অধ্যায় দেখুন |